সকাল থেকে খুলনার এক হাসপাতালেই ৭ করোনা রোগীর মৃত্যু

অপরাজেয়বাংলা ডেক্স: খুলনা মেডিক্যালের করোনা ডেডিকেটেড হাসপাতালে মঙ্গলবার (০৮ জুন) সকাল থেকে রাত পর্যন্ত চিকিৎসাধীন সাতজনের মৃত্যু হয়েছে। একইদিনে এ হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় ৮১ জনের করোনা শনাক্ত হয়েছে।
মৃতরা হলেন- মোড়লগঞ্জের সেলিম জমাদার (৬৫), ফুলতলার আব্দুল মালেক (৭৫) ও তুষার কান্তি (৫৮); কয়রার আয়জান বেগম (৭৫); যশোরের কাজী সাইদুর রহমান (৭৪) এবং বাগেরহাটের আব্দুল হাই শিকদার (৮০) ও দরবেশ আলী (৭২)। এ নিয়ে হাসপাতালটিতে চিকিৎসাধীন অবস্থায় ২৯৫ জনের মৃত্যু হলো।
খুমেকের পিসিআর ল্যাবের তথ্য অনুযায়ী, ২৭৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৮১ জনের করোনা পজিটিভ এসেছে। আক্রান্তদের মধ্যে খুলনা মহানগরী ও জেলার ৩৯, বাগেরহাটের ২৬, যশোরের ২, পিরোজপুরের ২, গোপালগঞ্জের ১ ও ঝিনাইদহের ১ জন রয়েছেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, বিকেল ৫টা ৫৫ মিনিটে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শরণখোলার বানিয়াখালি এলাকার মৃত আলকাজ উদ্দীন শিকদারের ছেলে আব্দুল হাই শিকদার মৃত্যুবরণ করেন। তিনি ৭ জুন করোনা আক্রান্ত অবস্থায় হাসপাতালে ভর্তি হন।
বিকেলে মারা যান যশোর সদরের মৃত তবিবুর রহমানের ছেলে কাজী সাইদুর রহমান। তিনি ৭ জুন হাসপাতালে ভর্তি হন।
বিকাল পৌনে ৩টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোড়লগঞ্জের কেয়ারবাজার এলাকার মৃত সাত্তার জমাদারের ছেলে সেলিম জমাদার মারা যান। তিনি ৫ জুন হাসপাতালে ভর্তি হন।
এর আগে দুপুর পৌনে ১টার দিকে ফুলতলা উপজেলার বানিয়া পুকুর এলাকার তুষার কান্তি মৃত্যুবরণ করেন। তিনি ওই এলাকার মতি লালের ছেলে। ৪ জুন হাসপাতালে ভর্তি হন তুষার কান্তি।
একই সময়ে করোনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আয়জান বেগম মারা যান। কয়রা উপজেলার ষোলহালিয়া গ্রামের মৃত আব্দুল লতিফের স্ত্রী আয়জান ৬ জুন করোনা আক্রান্ত অবস্থায় হাসপাতালে ভর্তি হন।
সকাল সোয়া ৭টায় মারা যান আব্দুল মালেক। ফুলতলা উপজেলার সাহেব আলীর ছেলে মালেক ৫ জুন খুলনা করোনা হাসপাতালে ভর্তি হন।
রাত পৌনে ৯টার দিকে হাসপাতালের করোনা ইউনিটে দরবেশ আলী মারা যান। ঝিনাইদহের পাইকপাড়ার বাসিন্দা দরবেশ আলী ৮ জুন হাসপাতালে ভর্তি হন।
খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক কর্মকর্তা এবং করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. সুহাস রঞ্জন হালদার বলেন, বর্তমানে হাসপাতালটিতে ভর্তি আছেন ১২৯ জন করোনা রোগী। এর মধ্যে ৬৩ জন রেড জোনে, ২৮ জন ইয়োলো জোনে, ২০ জন আইসিইউতে এবং এইচডিইউতে ১৯ জন রয়েছেন।সূত্র,বাংলাট্রিবিউন
অপরাজেয় বাংলা
এল.বি টাওয়ার ২য় তলা, নওয়াপাড়া , অভয়নগর, যশোর
ফোন নং : ০১৭১০৭৮৫০৪০
ইমেইল : [email protected]
ফেসবুক : fb.com/dainikaparajeyobangla
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
নির্বাহী সম্পাদক :
মোঃ মিজানুর রহমান
মোবাইল নং : ০১৯১৫৯৪৮৪০৪
উপদেষ্ঠা সম্পাদক :
চৈতন্য কুমার পাল
মোবাইল নং : ০১৭১২৫৮৩৪৩৮