প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩, ২০২৫, ৩:১৯ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ৬:৫৪ পি.এম
শ্রমিকনেতা দিদারুল হক-এর ৯ম মৃত্যুবার্ষিকী পালন

আজ ২৩ নভেম্বর-২০২৪ সাম্রাজ্যবাদ সামন্তবাদ আমলা দালালপুঁজি বিরোধী লড়াইয়ের অগ্রণী সৈনিক, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের কেন্দ্রীয় সহ-কোষাধক্ষ্য, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট যশোর জেলার সাবেক সভাপতি, বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের অন্যতম নেতা, নওয়াপাড়া শাখা কর্মকর্তা ও কার্পেটিং জুটমিল সিবিএ'র সাবেক যুগ্ম-সম্পাদক শ্রমিকনেতা দিদারুল হক-এর ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে প্রতিবারের ন্যায় দু'দিন ব্যাপী পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে সকাল সাড়ে ১১ টায় প্রয়াত নেতার কবর (নওয়াপাড়া বুইকারা গোরস্থানে) পুষ্পমাল্য অর্পণ করেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ, বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি যশোর জেলা ও অভয়নগর থানা কমিটির নেতৃবৃন্দ। পুষ্পমাল্য অর্পণ শেষে দাড়িয়ে ১ মিনিট শোক নিরবতা পালন ও শপথ পাঠ করা হয়।
২৪ নভেম্বর রবিবার বিকাল ৩ টায় নওয়াপাড়া পুরাতন বাসস্ট্যান্ডে স্মরণ সভা অনুষ্ঠিত হবে। কর্মসূচিতে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ ও বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সকল শরীক সংগঠন ও ব্যাসিক ইউনিয়নের নেতৃবৃন্দের যথা সময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে।
খবর প্রেস বিজ্ঞপ্তির।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.