স্টাফ রিপোর্টার,
অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়নের ইউনিয়ন আওয়ামীলীগের উদ্দ্যোগে আগামী ২৭ আগস্ট তারিখে শোকাবহ আগস্ট পালনের লক্ষ্যে সুন্দলীতে পূর্ব প্রস্তুতিমূলকসভা সম্পন্ন হয়েছে। সন্ধ্যা ৭টায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সুন্দলী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি অধীর কুমার পাঁড়ে। ৭নং সুন্দলী ওয়ার্ড আ’লীগ সাধারণ সম্পাদক আনন্দ মোহন ধরের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সাবেক হুইপ অধ্যক্ষ আব্দুল ওহাব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন ও শ্রমিক ফেডারেশনের সহ-সাংগঠনিক সম্পাদক, যশোর জেলা ট্রাক, ট্যাংলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক, বাংলাদেশ শ্রমিকলীগ রাজঘাট শিল্পাঞ্চল শাখার সাধারণ সম্পাদক, সাবেক প্যানেল মেয়র রবীন অধিকারী ব্যাচা। এসময় আরও উপস্থিত ছিলেন সুন্দলী ইউনিয়ন আওয়ামীলীগ সহ-সভাপতি ও সুন্দলী ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান বিকাশ রায় কপিল, যুগ্ম সাধারণ সম্পাদক দীনেশ বিশ্বাস, সাবেক চেয়ারম্যান পরিতোষ বিশ্বাস ও বিকাশ মল্লিক, আওয়ামীলীগ নেতা চৈতন্য মন্ডল, ইউনিয়ন আওয়ামীযুবলীগ সাধারণ সম্পাদক পল্লব বিশ্বাস, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি পলাশ বিশ্বাস প্রমূখ। শোকাহত আগস্ট পালনের লক্ষ্যে সুন্দলী ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে কমপক্ষে ১শ’ কর্মীসহ সহশ্রাধীক নেতাকর্মীর একটি মিছিল সভাস্থালে পৌছানোর সিদ্ধান্ত নেয়া হয়।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.