অপরাজেয় বাংলা ডেক্স
ভোট চাইতে গিয়ে ঝিনাইদহের শৈলকুপায় কাউন্সিলর প্রার্থী শওকত হোসেনের ভাই আওয়ামী লীগ নেতা লিয়াকত হোসেন ওরফে বল্টু (৫০) ছুরিকাঘাতে নিহত হয়েছেন। বল্টু ১৩ নম্বর উমেদপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক।
ঘটনাটি বুধবার রাত নয়টার দিকে পৌর এলাকার কবিরপুরের ভূইমালীপাড়ায় ঘটে।
এলাকাবাসী জানান, আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শওকত হোসেন ও তার ছোট ভাই আওয়ামী লীগ নেতা লিয়াকত হোসেন বল্টু পৌর এলাকার কবিরপুরের ভূইমালীপাড়ায় গিয়েছিলেন প্রচারণা চালাতে। এ সময় তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী পাঞ্জাবি প্রতীকের আলমগীর হোসেন বাবুর সমর্থকরা তাকে ছুরি মেরে পালিয়ে যায়। হামলায় বল্টুর ভাই কাউন্সিলর প্রার্থী শওকত হোসেনও আহত হন। গুরুতর আহত বল্টুকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শৈলকুপা পৌর আওয়ামী লীগের সভাপতি ও নৌকা মার্কার মেয়র প্রার্থী জানান, নিহত লিয়াকত হোসেন ও তার বড় ভাই কাউন্সিলর প্রার্থী শওকত হোসেন আওয়ামী লীগ নেতা-কর্মী।
শৈলকুপা থানার সেকেন্ড অফিসার আমিরুজ্জামান বলেন, ভোট চাওয়াকে কেন্দ্র করে বল্টু নামে এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন।সূত্র, সুবর্ণভূমি
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.