Type to search

শিশু উন্নয়ন কেন্দ্রে কিশোরের আত্মহত্যার চেষ্টা

অপরাধ

শিশু উন্নয়ন কেন্দ্রে কিশোরের আত্মহত্যার চেষ্টা

 

অপরাজেয় বাংলা ডেক্স

ফারদিন দুর্জয়(১৬) নামে যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে (বালক) বন্দি এক কিশোর ডিটারজেন্ট পাউডার খেয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে।

ঘটনার পরপরই তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়।
দুর্জয় একটি হত্যা মামলার আসামি। মাসখানেক আগে সেসহ চারজন কেন্দ্রের টয়লেটের ভেন্টিলেটর ভেঙে পালিয়েছিল।
শিশু উন্নয়ন কেন্দ্র সূত্রে জানা যায়, আজ শনিবার বেলা সাড়ে ১২টার দিকে কেন্দ্রের বন্দিদের কাপড় ধোয়ার জন্যে ব্যবহৃত ডিটারজেন্ট পাউডার সকলের অগোচরে দুর্জয় খায়। এরপর পরই সে অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
শিশু উন্নয়ন কেন্দ্রের সহকারী পরিচালক জাকির হোসেন বলেন, অসুস্থ হওয়ার পরপরই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কী কারণে সে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে তা এখনই বলা যাচ্ছে না। সুস্থ হয়ে ফেরার পর জানা যাবে।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) তৌহিদুল ইসলাম বলেন, হতাশার কারণে ওই কিশোর আত্মহত্যার জন্যে এমন ঘটনা ঘটাতে পারে বলে ধারণা করা হচ্ছে।
দুর্জয় যশোর শহরের পুরাতন কসবা বিবি রোড এলাকার ফারুক হোসেন সিরুর ছেলে। একটি হত্যামামলায় সে গতবছরের ৩০ জুলাই থেকে শিশু উন্নয়ন কেন্দ্রে রয়েছে। সূত্র, সুবর্ণভূমি