প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২১, ২০২৫, ২:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৯, ২০২১, ১২:১৬ পি.এম
শিরোনাম : সম্মুখ পানে কলমে : বিলাল মাহিনী

শিরোনাম : সম্মুখ পানে কলমে
বিলাল মাহিনী
বক্ষে মোদের সত্য বানী
ভালোবাসার বীজ
স্বাধীনচেতা মুক্ত জীবন
গড়বো এবার নিজ।
এ দেশেতে থাকবে নাকো
পরাধীনতার গন্ধ
স্বাধীনতার সুফল পাবো
রবে না কোনো দ্বন্দ্ব।
বিকৃতি থেকে মুক্তি দেবো
আমার ভাষারে
নব-তারুণ্যে তুলবো গড়ে
সোনার বাংলারে।
শেষিত আর অজ্ঞ যারা
বঞ্চিত যে জন
তাদের জন্য রাখবো খুঁজে
হারানো সব ধন।
কুলি মুজুর চাষী যারা
সবাই মোদের ভাই
সমস্বরে বলবো মোরা
অধিকার ফিরে চাই।
সাম্প্রদায়িক সব ভেদাভেদ
মিথ্যে অভিনয়
পাপাচারের প্রাসাদ যতো
করবো মোরা জয়।
বহুমতের মানুষ মোরা
আমরা বাঙালি
গণ-মানুষের মুক্তিকামী
শান্তির কাঙালি।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.