যশোর প্রতিনিধি-যশোরের শার্শায় ‘কথিত বন্দুকযুদ্ধে’ সুজন নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। শুক্রবার রাতে উপজেলার গোগা-অগ্রভুলট সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত মাদক ব্যবসায়ী সুজন বেনাপোল পোর্ট থানা এলাকার কাগজপুকুর গ্রামের মোস্তফা কামালের ছেলে। ঘটনাস্থল থেকে তিন বস্তা ফেনসিডিল জব্দ করা হয়েছে।
যশোরের নাভারণ পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার জুয়েল ইমরান জানান, গেল রাতে (শুক্রবার) বিজিবি-পুলিশ উপজেলার গোগো সীমান্তে যৌথ অভিযান চালায়। এসময় মাদক ব্যবসায়ীরা পুলিশ-বিজিবি’র উপর হামলা চালায়। আত্মরক্ষার্থে পুলিশ-বিজিবি গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়। জব্দ করা হয় তিন বস্তা ফেনসিডিল। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.