স্টাফ রিপোর্টার: যশোর জেলা গোয়েন্দা শাখা(ডিবি) পুলিশের অভিযানে এক কেজি গাঁজা ৫শ গ্রাম গাঁজাসহ দুই মাদক বিক্রেতা গ্রেফতার হয়েছে। ডিবি’র এক প্রেসবার্তায় জানা গেছে, শনিবার সকাল ০৭.০৫ ঘটিকার সময় পুলিশ সুপার, যশোর মহোদয়ের নির্দেশে, পুলিশ পরিদর্শক(নিঃ)/সোমেন দাশ, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, যশোর এর দিক নির্দেশনায় এসআই(নিঃ)/ চন্দ্রকান্ত গাইন, এসআই(নিঃ)/ মোঃ ইব্রাহিম হোসেন, এএসআই(নিঃ)/এসএম এরশাদ হোসেন ও সংগীয় ফোর্স সহ শার্শা থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে যশোর জেলার শার্শা থানাধীন বেনাপোল গোড়পাড়া রোড গামী দুর্গাপুর মাঠপাড়া সাকিনস্থ’ জনৈক আব্দুল সামাদ এর বসতবাড়ীর সামনে পাঁকা রাস্তার উপর হইতে আসামী ১। মোঃ লিটন হোসেন(২৬) এবং ২। মোঃ মমিন শেখ(২৮) দ্বয়কে ০১ কেজি ৫০০ গ্রাম মাদকদ্রব্য গাঁজা সহ গ্রেফতার করে। এ ঘনায় শার্শা থানায় মাদক আইনে মামলা দায়ের হয়েছে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.