অপরাজেয় বাংলা ডেক্স : যশোরের শার্শায় ডাচ-বাংলা এজেন্ট ব্যাংকের এক কর্মচারীর কাছ থেকে আট লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে শার্শা বলফিল্ডের পাশে মোটরসাইকেল গতিরোধ করে এ ছিনতাই করে দুর্বৃত্তরা।
ডাচ-বাংলা এজেন্ট ব্যাংকের সত্বাধিকারী শরিফ জানান, শার্শার নাভরন সাতক্ষীরা মোড়ে তার ডাচ-বাংলা এজেন্ট ব্যাংকের শাখা রয়েছে। কর্মচারী শিমুল একটি প্যাকেটে আট লাখ টাকা নিয়ে বেনাপোল থেকে নাভারনের দিকে যাচ্ছিলেন। শার্শা বলফিল্ডের সামনে দুটি মোটরসাইকেলে তিন ব্যক্তি মাস্ক পরিহিত অবস্থায় শিমুলের মোটরসাইকেলের গতিরোধ করে। এরপর তার কাছে থাকা ব্যাগটি ছিনিয়ে পালিয়ে যায়। বিষয়টি শার্শা থানা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সংস্থাকে অবহিত করা হয়েছে।
যশোর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ইনসপেক্টর খালেকুর রহমান জানান, টাকা ছিনতাইয়ের সাথে জড়িতদের ধরতে অভিযান শুরু হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।
এ বিষয়ে শার্শা থানার ওসি বদরুল আলম খান বলেন, তারা অভিযোগ পেয়েছেন। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে আসামি ধরতে অভিযানও চলছে। সূত্র, সুবর্ণভূমি
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.