প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৫, ৩:৩২ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৩১, ২০২১, ১১:০৮ এ.এম
শরৎ আসে- বিলাল মাহিনী

শরৎ আসে
বিলাল মাহিনী
হাওড়-বাওড় বিল বাদাড়ে
শাপলা শালুক হাসে
নদীর তীরে বাতাস নাচে
কাশ বনের ঘাসে।
আকাশ জুড়ে সাদা বক
আরও মেঘের ভেলা
রোদ-বৃষ্টির লুকোচুরি
করছে নানান খেলা।
ভাসতে মজা মেঘের ভেলায়
ভাটিয়ালির সুরে
সোনা ধানের পিঠা-পুলি
খাব বছর জুড়ে।
সুবাস ভরা শিউলি-বকুল
সাত সকালে ঝরে
ফুলের ডাকে ঘুম আসেনা
মন থাকেনা ঘরে।
এমনি করে প্রতি বছর
আসে শরৎ রাণী
মেলে ধরে নিজ রূপের
রঙিন ডালি খানি।
নীল বাহারি জোছনা ছড়ায়
চাঁদটা উঠে রাতে
শিতল আলো স্নিগ্ধ ছায়ায়
মনটা সবার মাতে।
বাতাসেতে ঢেউ তুলে যায়
সবুজ ধানের ক্ষেতে
শুভ্র শিশির যায় জড়িয়ে
ভোর বেলাতে যেতে।
এমনি করে শরৎ আসে
আমার সোনার দেশে
ঝর ঝর ঝর শ্রাবণের
বৃষ্টি-বাদল শেষে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.