নড়াইল প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া উপজেলার পাঁচুড়িয়া বিল এলাকা থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
স্থানীয়দের সহযোগিতায় লোহাগড়া থানা পুলিশ এ লাশ উদ্ধার করে। লাশটির চোখ দু’টি পচে গেছে। কানের কিছু অংশসহ শরীরের অন্য স্থানেও পচন ধরেছে। এছাড়া শরীরে আঘাতের তেমন চিহৃ দেখা যায়নি।
লোহাগড়া থানার ওসি নাসির উদ্দীন বলেন, ধারণা করা হচ্ছে; তিন থেকে চারদিন আগে কে বা কারা অজ্ঞাতনামা যুবকের লাশ বিলের মধ্যে ফেলে গেছে। হত্যাকান্ড কিনা, এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ময়নাতদন্তের জন্য লাশ নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.