
নড়াইল প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের বড়দিযা-মঙ্গলপুর গ্রামে গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে নওশের মোল্যা ও মজিবর মেম্বারের মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। এঘটনার জের ধরে বৃহস্পতিবার (৩০অক্টোবর) বিকালে ধান মাড়াই করাকে কেন্দ্র করে ঢাল সড়কি,রাম দা,টেঁটা নিয়ে উভয় পক্ষে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় বিপুল মোল্যা টেঁটাবিদ্ধসহ উভয় পক্ষে ৭ জন আহত হয়েছে। আহতদের উদ্বার করে কালিয়া হাসপাতাল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। সংঘর্ষে আহতরা হলেন,প্রিন্স শেখ(২৬),বিপুল মোল্যা (৪০),রানা মোল্যা (৩০),রাসেল মোল্যা (৩০), রাফিন (১৬), সৌরভ মোল্যা (১৪) এবং মিল্টন মোল্যা (৩০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে বিপুল মোল্যা ও মিল্টন মোল্যার মধ্যে ধান মাড়াই করা ধুলো বালি ঘরের মধ্যে প্রবেশ করা নিয়ে কথা কাটাকাটি হয়। পরে এঘটনা নিয়ে নওশের মোল্যা সমর্থিত বিপুল মোল্যা ও মজিবর মেম্বারের সমর্থিত মিল্টন মোল্যার মধ্যে দেশীয় অস্ত্র, টেঁটা (কোচ) ও ছুরি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় সংঘর্ষে বিপুল মোল্যা মুখে টেঁটা বিদ্ধ হয়। টেঁটা বিদ্ধ বিপুল মোল্যা কে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে রাতেই উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে ।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শরিফুল ইসলাম বলেন,ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকার পরিবেশ বর্তমানে শান্ত রয়েছে। তবে পরবর্তীতে আইন গত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

