Type to search

লঞ্চ ডুবিয়ে দেওয়া সেই কার্গো জাহাজ জব্দ

বাংলাদেশ

লঞ্চ ডুবিয়ে দেওয়া সেই কার্গো জাহাজ জব্দ

 

অপরাজেয় বাংলা ডেক্স : শীতলক্ষ্যা নদীতে ‘সাবিত আল হাসান’ নামের লঞ্চকে ধাক্কা দিয়ে ডুবিয়ে দেওয়ার ঘটনায় কার্গো জাহাজ এমভি এসকেএল-৩-এর ১৪ জন স্টাফকে আটক করা হয়েছে। জাহাজটিও জব্দ করেছে কোস্টগার্ড।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) বেলা সাড়ে ১২ টার দিকে জাহাজটি জব্দ ও স্টাফদের আটক করা হয় বলে নিশ্চিত করেছেন গজারিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক আব্দুস সালাম।

তিনি বলেন, গজারিয়ার মেঘনা নদী থেকে কোস্টগার্ডের সদস্যরা কার্গো জাহাজটি জব্দ করে। এসময় কার্গোতে থাকা ১৪ জন স্টাফকেও আটক করেন তারা। পরে জাহাজটি নৌপুলিশকে বুঝিয়ে দেওয়া হয়। এ ঘটনায় মামলার তদন্তকারী কর্মকর্তাকে খবর দেওয়া হয়েছে

এদিকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, পাগলা কোস্টগার্ড স্টেশনের সদস্যরা গজারিয়া থেকে কার্গো জাহাজটি আটক করেছে বলে জানতে পেরেছি। বেশ কয়েকজন স্টাফকেও আটক করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

প্রসঙ্গত, গত ৪ এপ্রিল সন্ধ্যা ৬টা ২০ মিনিটে সৈয়দপুর কয়লাঘাট এলাকায় কার্গো জাহাজ ধাক্কা দিয়ে ‘সাবিত আল হাসান’ নামের লঞ্চটি অর্ধশতাধিক যাত্রীসহ ডুবিয়ে দিয়ে পালিয়ে যায়। সূত্র,  বাংলা ট্রিবিউন