
অপরাজেয়বাংলা ডেক্স: সরকার লকডাউন ও শাটডাউন কোনো কিছুই করার সক্ষমতা রাখে না। এই সরকার করোনা মোকাবেলায় ব্যর্থ হয়েছে। এমনটাই দাবি করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি।
রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে গণসংহতির ঢাকা মহানগর কমিটি আয়োজিত সমাবেশে এই অভিযোগ করেন তিনি।
সংগঠনের নেতারা বলেন, বিকল্প কর্মসংস্থান না করে ব্যাটারি চালিত রিক্সা, অটোরিক্সা বন্ধের সিদ্ধান্ত সঠিক নয়।
বক্তারা আরো বলেন, ভোটাধিকারসহ জনগণের গণতান্ত্রিক অধিকার রক্ষা করতে ঐক্যবোধ আন্দোলন গড়ে তুলতে হবে। সমাবেশে ঢাকা মহানগর ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।সূত্র,ডিবিসি নিউজ