প্রিন্ট এর তারিখঃ জুলাই ৩, ২০২৫, ১১:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৬, ২০২১, ১০:১৬ এ.এম
লকডাউনে ব্যাংক খোলা না বন্ধ সিদ্ধান্ত আজ

অপরাজেয়বাংলা ডেক্স: প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় সারাদেশে কঠোর লকডাউন আরোপ করতে যাচ্ছে সরকার। সোমবার থেকে ৭ দিনের জন্য লকডাউন ঘোষণা করা হবে বলে ইতোমধ্যে জানানো হয়েছে। তবে এসময় ব্যাংক খোলা থাকবে কি না সে বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে আজ শনিবার।
শুক্রবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, শনিবার প্রজ্ঞাপন জারি হওয়ার পর ব্যাংকের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে করোনা সংক্রমণের কারণে সীমিত আকারে ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছিল সরকার। পরবর্তীতে সংক্রমণ কমতে থাকায় বিকাল সাড়ে ৩টা পর্যন্ত ব্যাংক খোলার সিদ্ধান্ত হয়। তবে এবারের কঠোর লকডাউনে ব্যাংক সীমিত আকারে খোলা থাকবে নাকি বন্ধ হবে সেই বিষয়ে সিদ্ধান আজ শনিবারই জানা যাবে।সূত্র, বিডি প্রতিদিন
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.