Type to search

র‌্যাব-৬, যশোর এর ভ্রাম্যমাণ আদালত কর্তৃক একটি জর্দ্দা ফ্যাক্টরী ও একটি খাবার হোটেলকে ৬৫,০০০/- টাকা জরিমানা

যশোর

র‌্যাব-৬, যশোর এর ভ্রাম্যমাণ আদালত কর্তৃক একটি জর্দ্দা ফ্যাক্টরী ও একটি খাবার হোটেলকে ৬৫,০০০/- টাকা জরিমানা

প্রেস ‍বিঙ্গতী

র‌্যাব তার প্রতিষ্ঠাকাল থেকেই চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনী, ছিনতাইকারী, অপহরণকারী, প্রতারকচক্র গ্রেফতার, অবৈধ অস্ত্র গোলাবারুদ উদ্ধার এবং সমাজে মাদকের ভয়াল থাবার বিড়ম্বনার রোধকল্পে মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ মাদকের বিরদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দৃষ্টান্ত স্থাপন করে জনগনের বিশ্বাস ও আস্থা অর্জন করে আসছে।

২। ঘটনার বিবরণঃ ইং ৩০/১২/২০২১ তারিখ ১৫০০-১৬৪০ ঘটিকার সময় র‌্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি টহল আভিযানিক দল ও এক্সিকিউটিভ ম্যাজিঃ, যশোর এর সমন্বয়ে যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন ‘‘পানশাহী জর্দ্দা ফাক্টরী” যশোর এর মালিককে মেয়াদ উত্তীর্ণ মালামাল ও ভৈরব খাবার হোটেল মালিক’কে অস্বাস্থ্যকর খাবার পরিবেশন করায় ভোক্তা অধিকার সংক্ষরণ আইন ২০০৯ এর ৪৩, ৪৫ ধারা অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পানশাহী জর্দ্দা ফাক্টরীর মালিক ১। মোঃ ফজলুর রহমান, পিতাঃ আতিয়ার রহমান, সাং- নতুন উপশহর, কোতয়ালী, যশোর’কে ৬০,০০০/- টাকা এবং ভৈরব খাবার হোটেল মালিক ২। নুর ইসলাম, পিতাঃ আবুল কালাাম, সাং- ষোপ সেন্ট্রাল রোড, কোতয়ালী, যশোরকে ৫০০০/- টাকা, সর্বমোট (৬০,০০০+৫,০০০) = ৬৫,০০০/- জরিমানা করেন। যাহার মামলা নং- ১৪৬/২১ ও ১৪৭/২১ তারিখ ৩০/১২/২০২১ খ্রিঃ।
২। মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানাকৃত টাকা চালান মোতাবেক সরকারী কোষাগারে জমা করা হয়েছে।

এম নাজমুল হাসান রাজিব, পিপিএম
অতিঃ পুলিশ সুপার
ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার
র‌্যাব-৬, সিপিসি-৩, যশোর

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *