প্রেস বিজ্ঞপ্তি
র্যাব তার প্রতিষ্ঠাকাল থেকেই চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনী, ছিনতাইকারী, অপহরণকারী, প্রতারকচক্র গ্রেফতার, অবৈধ অস্ত্র গোলাবারুদ উদ্ধার এবং সমাজে মাদকের ভয়াল থাবার বিড়ম্বনার রোধকল্পে মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ মাদকের বিরদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দৃষ্টান্ত স্থাপন করে জনগনের বিশ্বাস ও আস্থা অর্জন করে আসছে।
১। ঘটনার বিবরণঃ- গত ইং ০৩/০১/২২ খ্রিঃ তারিখ ২১৩০ ঘটিকার সময় র্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার কোতয়ালী মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে, কোতয়ালী মডেল থানার ছিনতাই মামলা নং ১১, তারিখ-০৩/০১/২০২১ খ্রিঃ, দন্ডবিধি ৩৯২ ধারার এজাহার নামীয় (ছিনতাইকারী) আসামী ১। মোঃ সাগর (২০), পিতা-মোঃ জাহাঙ্গীর হোসেন, সাং-ষষ্টিতলা পাড়া, থানা-কোতয়ালী মডেল, জেলা-যশোর’কে গ্রেফতার করে। উল্লেখ্য গত ইং ৩১/১২/২০২১ তারিখে ১নং আসামী মনিরুল ইসলাম সাগর (২০) উল্লেখিত কোতয়ালী থানার মামলার বাদীর বোনের ছেলেকে ধারাল চাকু দিয়া ভয় দেখাইয়া তার কাছে থাকা টেকনো এন্ড্রয়েড মোবাইল সেট, (যার মুল্য অনুমান ১২,৫০০/- টাকা) ও তার কাছে থাকা নগদ টাকা ছিনতাই করে নেয়। পরবর্তীতে এ বিষয়ে মামলা দাযের করা হলে র্যাব-৬, যশোর উল্লেখিত মামলার ০১ জন ছিনতাইকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
২। ধৃত আসামীকে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.