অভয়নগর মরহুম আমির হোসেনের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

রোটারী ক্লাব অব নওয়াপাড়ার আয়োজনে আধুনিক নওয়াপাড়ার অন্যতম স্থপতি নওয়াপাড়া ইনস্টিটিউটের সাবেক সভাপতি, রোটারী ক্লাব অব নওয়াপাড়ার প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট শিল্পপতি মরহুম আমির হোসেনের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সন্ধ্যায় রোটারী খোরশেদ আলী মোগল হেলথ কমপ্লেক্সের সভাকক্ষে এক স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত হয়। রোটারী ক্লাব অব নওয়াপাড়ার প্রেসিডেন্ট শাহ আব্দুল মুকিত জিলানীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, রোটারী ক্লাব অব নওয়াপাড়ার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও অভয়নগর উপজেলা আ’লীগের সভাপতি, সাবেক মেয়র আলহাজজ্ব এনামুল হক বাবুল। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জনাব সৈয়দ আরাফাত হোসেন তাজ, পাস্ট প্রেসিডেন্ট, রোটার্যাক্ট, ক্লাব অব নোয়াপাড়া। এরপর স্মৃতিচারণ করেন জনাব আব্দুল মোতালেব, অধ্যক্ষ, ভবদহ মহাবিদ্যালয়। তারপর ধারাবাহিকভাবে স্মৃতিচারণ করেন এবং মরহুম ব্যক্তি- জীবিত থাকাকালীন সময়কার উন্নয়নমূলক কর্মকাণ্ড ও স্মৃতিচিহ্ন সম্পর্কে বিভিন্ন তথ্য ও বক্তৃতা প্রদান করেন জি এম মনিরুজ্জামান মনি, সাংস্কৃতিক সম্পাদক, নওয়াপাড়া ইনস্টিটিউট, রোটারিয়ান পিপি আব্দুল্লাহেল বাকী, রোটারিয়ান পিপি আলহাজ্ব আব্দুল আজিজ সরদার, রোটারিয়ান পিপি আলহাজ্ব শাহ জালাল হোসেন, রোটারিয়ান পিপি ডা.জুলফিকার আহমেদ এবং জনাব শিবু প্রসাদ সাহা, সভাপতি, নওয়াপাড়া ইনস্টিটিউট। এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব নওয়াপাড়া, রোটার্যাক্ট ক্লাব অব নওয়াপাড়া এবং ইন্টার্যাক্ট ক্লাব অব নওয়াপাড়া- এর সকল সম্মানিত সদস্যবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ। স্মৃতিচারণ শেষে নওয়াপাড়া পীরবাড়ি জামে মসজিদের মুয়াজ্জিন মাওলানা হাফেজ মোঃ খলিলুর রহমানের নেতৃত্বে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠান পরিচালনা করা হয় এবং করোনাকালীন সময় ও আগামী দিনগুলো যেন আমরা সকলে ভালো এবং সুস্থ থাকতে পারি সেজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া প্রার্থনা করা হয়। দোয়া শেষে অনুষ্ঠানের সভাপতি সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।