প্রিন্ট এর তারিখঃ জুলাই ৩০, ২০২৫, ৯:০১ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩, ২০২২, ১২:১৮ পি.এম
রূপসা নদীতে বাল্কহেডের ধাক্কায় ট্রলার ডুবে এক শ্রমিক নিখোঁজ

খুলনার রূপসা নদীতে বাল্কহেডের ধাক্কায় একটি ট্রলার ডুবে গেছে। এতে ট্রলারে থাকা মাহাতাব উদ্দিন নামে এক শ্রমিক নিখোঁজ হয়েছেন।
রবিবার (২ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে রূপসা রেলসেতুর ৭১ ও ৭২ নম্বর পিলারের কাছে এই ঘটনা ঘটে। মাহাতাব উদ্দিন খালিশপুর থানা এলাকার শাকিলের ছেলে।
রূপসা নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মুনসুর জানান, রাত সাড়ে ১০টার দিকে একটি ট্রলারে ছয় শ্রমিককে নিয়ে হিরণপয়েন্টের উদ্দেশ্যে রওনা দেন মাঝি। তারা সেখানে জানালার গ্রিলের কাজের জন্য যাচ্ছিলেন। যাত্রা শুরুর কিছুক্ষণ পর রূপসা রেলসেতুর ৭১ ও ৭২ নম্বর পিলারের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে একটি বাল্কহেড ট্রলারের সামনে ধাক্কা দেয়। এতে ট্রলারটি ভেঙে নদীতে ডুবে যায়। এ সময় মাঝিসহ ছয় শ্রমিক সাঁতরে তীরে উঠতে পারলেও মাহাতাব উঠতে পারেননি। উদ্ধার অভিযান চলছে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.