Type to search

রিফাত শরীফ হত্যা মামলা: মিন্নিসহ ৬ আসামির মৃত্যুদণ্ড, ৪জন খালাস

জাতীয়

রিফাত শরীফ হত্যা মামলা: মিন্নিসহ ৬ আসামির মৃত্যুদণ্ড, ৪জন খালাস

ডেস্ক রিপোর্টঃ বরগুনার রিফাত শরীফ হত্যা মামলায় প্রাপ্তবয়স্ক ১০ আসামির রায় ঘোষণ করেছে আদালত। মিন্নিসহ ৬ আসামির মৃত্যুদণ্ড এবং ৪জনকে খালাস করে দিয়েছে আদালত।

বরগুনার রিফাত শরীফ হত্যা মামলায় আজ বরগুনা জেলা ও দায়রা জজ আদালতে রায় ঘোষণা করা হয়।

রিফাতের স্ত্রী মিন্নি ছাড়া মামলার অন্য আসামিরা হলেন রিফাত ফরাজী, আল কাইয়ুম ওরফে রাব্বি আকন, মোহাইমিনুল ইসলাম সিফাত, রেজোয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয়, হাসান, মুসা ওরফে মুসা বন্ড, রাফিউল ইসলাম রাব্বি, সাগর ও কামরুল ইসলাম সায়মুন।

মামলার ১০ আসামির মধ্যে রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি জামিনে রয়েছেন।  আরেক আসামি মুসা পলাতক। বাকি আসামিরা কারাগারে।

এদিকে, রায়কে ঘিরে পুরো আদালত প্রাঙ্গণে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। চাঞ্চল্যকর এ মামলার অপ্রাপ্তবয়স্ক ১৪ জনের বিচারিক কার্যক্রম বরগুনার শিশু আদালতে চলমান।

২০১৯ সালের ২৬শে জুন বরগুনা সরকারি কলেজের সামনে কুপিয়ে হত্যা করা হয় রিফাত শরীফকে।  কিশোর গ্যাং বন্ড বাহিনীর এই হত্যাকাণ্ড সারা দেশকে নাড়িয়ে দিয়েছিল।

Tags: