পিতৃত্বকালীন ছুটি নিয়ে রুল দিয়ে রিটকারি ৬ মাসের ছোট শিশুকে কোলে তুলে নিলেন হাইকোর্টের বিচারপতি।
সরকারি-বেসরকারি চাকরিজীবীদের জন্য নীতিমালা করে পিতৃত্বকালীন ছুটি দিতে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান ও তার ৬ মাসের শিশু সন্তান নুবাইদ বিন সাদী। মঙ্গলবার রিটের শুনানি হয় বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চে। রুলে সরকারি-বেসরকারি চাকরিজীবীদের পিতৃত্বকালীন ছুটি দেয়ার জন্য কেন একটি নীতিমালা করা হবে না, তা জানতে চাওয়া হয়। সেই সাথে আগামী ৩ মাসের মধ্যে নীতিমালা করার বিষয়ে অগ্রগতি প্রতিবেদন দিতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দেন হাইকোর্ট।