স্টাফ রিপোর্টার- সিবিএ ও নন সিবিএ সংগঠনের আহবানে ১১ দফা দাবিতে ফের খুলনা অঞ্চলে রাষ্ট্রয়াত্ত ৮টি পাট কলের শ্রমিকেরা তিন দিন যাবৎ মিল গেটে অনশন করছেন। প্রচন্ড শীতে খোলা আকাশের নীচে তারা দিন রাত ব্যাপী অনাশন কর্মসূচি পালন করছেন। এতে অনেক শ্রমিক ঠান্ডা জনিত কারনে ও অনাহারে অসুস্থ হয়ে পড়েছেন। এর দু সপ্তাহ আগে একই দাবিতে তারা অনুরুপ অনাশন কর্মসূচি পালন করছিলেন। এ সময়ে শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের আহবানে তারা অনশন ভঙ্গ করেছিলেন। কিন্তু দাবি মেনে নেওয়ার প্রতিশ্রæতি দিয়ে তা বাস্তবায়ন না করায় তারা ফের অনশন কর্মসূচি ঘোষনা করেছেন । এক সাক্ষাতকারে সাবেক জেজেআই মিলের সাবেক সিবিএ সাধারণ সম্পাদক হারুণ অর রশিদ এ কথা জানান। এদিকে আন্দোলনরত শ্রমিকদেও খোজখবর নিতে ছুটে আসেন সাতক্ষিরা ১ আসনের সাংসদ মোস্তফা লুৎফুল্লা, সিপিবি যশোর জেলা নেতা এলাহদাদ খান,বাদস নেতা হাসিনুজ্জামান, রিপপন হোসেন, ওয়ার্কার্স পার্টির নেতা চৈতন্য কুমার পাল, শ্রমিকলীগ নেতা বাবুল হোসেন প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.