কাতার বিশ্বকাপের এবারে আসর শুরু হলেও এখনও মাঠে নামা হয়নি ফুটবলবিশ্বের অন্যতম পরাশক্তি ব্রাজিলের। নিজেদের বিশ্বকাপ মিশন আজ শুরু করতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। বাংলাদেশ সময় রাত ১টায় সার্বিয়া বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল।
সার্বিয়ার বিপক্ষে কেমন হবে ব্রাজিলের একাদশ? কোচ তিতে অবশ্য এই বিষয়ে পরিষ্কার করে কিছুই বলেননি।
ডিফেন্সিভ মিডে ফ্রেড আর কাসেমিরোর একাদশে জায়গা একপ্রকার নিশ্চিত। আর থিয়াগো সিলভাও তো আছেনই। এছাড়া চতুর্থ ফুটবলার হিসেবে থাকছেন মার্কুইনহসকে। গোলপোস্টের দায়িত্ব পালন করবেন অ্যালিসন বেকারূ।
ফরোয়ার্ডে নেইমার, ভিনিসিয়াস জুনিয়র, রাফিনহা, আন্তনি, রদ্রিগো, গ্যাব্রিয়েল জেসুস, রিচার্লিসন, পেদ্রো, গ্যাব্রিয়েল মার্তিনেল্লিদের থেকে কাকে বেঁছে নেবেন তিনে- সেটাই দেখার বিষয়।
ব্রাজিলের সম্ভাব্য একাদশ:
অ্যালিসন বেকার (গোলরক্ষক), দানিলো, মার্কুইনহস, থিয়াগো সিলভা, অ্যালেক্স সান্দ্রো, ফ্রেড, ক্যাসেমিরো, নেইমার, পাকুয়েতা, রাফিনহা, রিচার্লিসন।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.