রাজশাহী মহানগর কমিটি নিয়ে ক্ষোভ ও অসন্তোষ বাড়ছে

মোঃ মিনার আলম (আকাশ) রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহী মহানগরের আওয়ামিলীগ কমিটিতে প্রকৃত ত্যাগী, নির্যাতিত ও দুঃসময়ের পরীক্ষীত নেতাকর্মীদের বাদ দিয়ে ও এবং যথাযত মূল্যায়ন না দিয়ে, হাইব্রিড, ছাত্রলীগ নেতা শহীদ গোলাম হত্যা মামলার আসামী, ফ্রিডম পার্টির সংগঠক, শিবিরের সাবেক ক্যাডার ও লুটেরা, ভূমিদস্যু, জনবিচ্ছিন্ন মানুষদেরকে রাখায় প্রতিবাদ জানানোর কারনে কারো কারো গাত্রদাহ হয়েছে। তারা তাদের লুটেরা বাহিনি দিয়ে বাংলাদেশ ছাত্রলীগ, রাজশাহী মহানগরের সাবেক সাধারণ সম্পাদক জোবায়ের হাসান (রুবন) এর ফেসবুক আইডি রিপোট করিয়েছে।
তিনি তার আইডিতে লগইন করতে পারছেনা এবং তার এই যুক্তিযুক্ত কথা লেখার কারনে তার আইডি রিপোর্ট করা হয়েছে বলে তিনি জানান।