গাজীপুরের মৌচাকে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার সাত ঘন্টা পর রাজধানীর সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। শুক্রবার রাত ২টার দিকে গাজীপুরের কালিয়াকৈরের মৌচাকে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকার সাথে খুলনা, রাজশাহী, রংপুরসহ উত্তরাঞ্চলের সব ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে।
এ কারণে খুলনা, রাজশাহী, রংপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ট্রেনগুলো টাঙ্গাইল এবং মির্জাপুর স্টেশনে অপেক্ষমান থাকে। মালবাহী ট্রেনটি ঢাকা থেকে উত্তর অঞ্চলের দিকে যাচ্ছিল। পরে রেলওয়ে প্রকৌশলীদের চেষ্টায় উদ্ধার কাজ শেষে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
সূত্র: DBC News