যৌথ বাহিনীর অভিযানে আড়াই কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

চিত্তরঞ্জন সাহা চিতু,চুয়াডাঙ্গা সংবাদদাতা
চুয়াডাঙ্গার জীবননগরে যৌথবাহিনীর অভিযানে আড়াই কেজি গাঁজা সহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর বিভাগীয় স্টাফ ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ টিম জেলার জীবননগর উপজেলার বিভিন্নএলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো-জেলার জীবননগর উপজেলার দেহাটি গ্রামের মৃত তোফজেল মন্ডলের ছেলে আব্দুল্লাহ (৫২), কাটাপোল গ্রামের ছাদেক আলীর ছেলে মামুন (৩৮) ও মাধবখালী গ্রামের মৃত আয়ুব আলীর ছেলে আজিম (৪০)।
অভিযান সূত্র জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান এবং বাংলাদেশ সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ মাসুদ এর নেতৃত্বে যৌথবাহিনী জীবননগর উপজেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান শুরু করে। এ সময় মাদক ব্যবসায়ী আব্দুল্লাহর নিজ বাড়ি থেকে বাজার করা ব্যাগ থেকে ১ কেজি গাঁজাসহ সহ তাকে গ্রেফতার করে। এঘটনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক সাহারা খাতুন বাদী হয়ে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে। পরে গ্রেফতারকৃত আসামী আব্দুল্লাহর স্বীকরোক্তিতে গ্রেফতার করা হয় মামুন এবং আজিমকে। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় দেড় কেজি গাঁজা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হাসান খান বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে মাদক আইনে জীবননগর থানায় মামলা দায়ের করে।
চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শন নাজমুল হোসেন খান জানান, গ্রেফতার কৃতদের বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা সহ হস্তান্তর করা হয়েছে। তিনি আরো জানান, মাদক ব্যবসায়ীদের বিরদ্ধে যৌথবাহিনীর অভিযান অব্যহত থাকবে।