স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ
যশোরের র্যাব-৬ ও নাটোরের র্যাব-৫ যৌথ অভিযান চালিয়ে মানবতাবিরোধী ফাঁসির পলাতক আসামি রাজাকার ফশিয়ার রহমানকে(৭০) গ্রেফতার করেছে।
নাটোর জেলার লালপুর উপজেলার পানঘাটা সরদারপাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত ফশিয়ার রহমান যশোর জেলার বাঘারপাড়া উপজেলার ছোট ক্ষুদ্রা গ্রামের মৃত মনসুর আলীর ছেলে।
যশোর র্যাবের কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, ফশিয়ার রহমান যশোর জেলা প্রশাসকের তালিকাভুক্ত ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের মানবতাবিরোধী রাজাকার। ২০১৬ সালে ৪ এপ্রিল রাষ্ট্রপক্ষ রাজাকার ফশিয়ার রহমানসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন।
মামলাটিতে আমজাদ মোল্লা বাদে সবাই পলাতক ছিলো। বিজ্ঞ আদালত ঐ মামলায় মানবতাবিরোধী রাজাকার ফশিয়ার রহমানকে মৃত্যুদন্ডের আদেশ দেন।
মৃত্যুদন্ডাদেশ প্রাপ্ত হাওয়ার পর থেকে ফশিয়ার রহমান ঝিনাইদাহ, রাজশাহী ও নাটোরসহ বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিলো। র্যাবের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে নাটোর থেকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামি এশিয়ার রহমানকে বাঘারপাড়া থানায় সোপার্দ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.