প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩, ২০২৫, ২:৩৯ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৬, ২০২৪, ১০:৫১ এ.এম
যেখানে গোপনে দেশীয় অস্ত্র তৈরীর হয় আধিপত্য বিস্তারে ব্যবহার হয়

যেখানে গোপনে দেশীয় অস্ত্র তৈরীর হয় আধিপত্য বিস্তারে ব্যবহার হয়
নড়াইল প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া উপজেলার চর মল্লিকপুর গ্রামে দেশীয় অস্ত্র তৈরীর কামার ঘরের সন্ধান পাওয়া গেছে। চর মল্লিকপুর গ্রামের মৃত রবিউল শেখ এর ছেলে মোঃ হিদা শেখ এর বাড়িতে একটি ছোট্ট ঘরের ভিতর গোপনে দেশীয় অস্ত্র তৈরীর সরঞ্জাম পাওয়া গেছে।
গত কয়েকদিন আগে চর মল্লিকপুর গ্রামে একই পরিবারের আপন দুই ভাই খুন হওয়ার পরে তাদের স্বজনরা খুজে পাই এই দেশীয় অস্ত্র তৈরীর কারখানা।
শনিবার দুপুরে সরজমিনে গেলে, ঘটনার সত্যতা পাওয়া যায়। নির্জন পরিবেশে ছোট্ট একটি খুপরি ঘরের মধ্যে দেশীয় অস্ত্র তৈরীর সকল প্রকার সরনজাম যেমন, হাতল,হাতুড়ি লোহা গালানোর জন্য হস্তচালিত হাওয়া মেশিন, হেকস ব্লেড,চেমটি সহ নানা সরনমজাম পাওয়া যায়।
স্থানীয়দের সাথে কথা হলে তারা বলেন,১১ সেপ্টেম্বর দুই সহোদর খুন হওয়ার ঘটনার যে সকল দেশীয় অস্ত্র ব্যবহার করা হয়েছে সকল অস্ত্রই এখান থেকে তৈরী হয়েছে বলে আমাদের ধারনা। কারন, ছামুরাই, রাম দা, ছ্যান দা, ভেলা, শড়কি,গুপ্তি, বল্লম ইত্যাদি দেশীয় অস্ত্র কামাররা হাটবাজারে খোলামেলা পরিবেশে তৈরী করতে পারে না। যার কারনে অতি সঙ্গোপনে সন্ত্রাসীরা এখানে দেশীয় অস্ত্র করতেন। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন সন্ত্রাসীরা এখান থেকে অস্ত্র তৈরি করে বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কর্মকান্ডে লিপ্ত হতেন।
প্রতিবেশী জাহান মৃধার স্ত্রীর সাথে কথা হলে তিনি জানান আমি এই ব্যাপারে কিছু জানিনা।
এ ঘটনায়, ঐ বাড়ির মালিক হিদার সঙ্গে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। কারন তিনি জোড়া খুনের মামলার আসামী হওয়ায় আত্মগোপনে আছেন।তাছাড়া বাড়িটি জনমানব শুন্য।
এ বিষয়ে লোহাগড়া থানার অফিসার্স ইনচার্জ (অতিরিক্ত দায়িত্ব)মোঃ আব্দুল আল মামুন বলেন এমন তথ্য আমাদের কাছে জানা নাই, আপনাদের কাছ থেকেই জানলাম তবে এমন ঘটনা ঘটলে তাদের বিরুদ্ধে আইগত ব্যবস্থা গ্রহন করা
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.