আরটিভি নিউজ
প্রকাশিত: শনিবার, ১১ অক্টোবর ২০২৫ , ১২:৩৭ এএম
যুক্তরাষ্ট্রের টেনেসি রাজ্যে একটি সামরিক বিস্ফোরক তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কয়েকজন নিহত ও বহু নিখোঁজ হয়েছেন। বিস্ফোরণে একটি সম্পূর্ণ ভবন ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম এবিসি।
শুক্রবার (১০ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৮ টার আগে ন্যাশভিল শহর থেকে প্রায় ৫৬ মাইল দক্ষিণ-পশ্চিমে টেনেসির হাম্প্রিজ কাউন্টির প্রত্যন্ত এলাকায় ‘অ্যাকিউরেট অ্যানার্জেটিক সিস্টেমস’ কারখানায় এই বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে লন্ডনভিত্তিক ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
স্থানীয় গণমাধ্যমের খবরে ১৯ জন নিখোঁজ থাকার কথা জানানো হয়েছে। বড় বিস্ফোরণের পর ধারাবাহিকভাবে ছোট ছোট বিস্ফোরণের কারণে উদ্ধারকর্মীরা দীর্ঘ সময় ঘটনাস্থলে পৌঁছাতে পারেননি বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, বিমান থেকে তোলা ঘটনাস্থলের ভিডিওতে ধ্বংসাবশেষ, দুমড়ে মুচড়ে যাওয়া গড়ি এবং কারখানাটির অবশিষ্ট অংশ দেখা গেছে।
প্রতিষ্ঠানটির ওয়েবসাইট অনুযায়ী, অ্যাকুরেট এনার্জেটিক সিস্টেমস সামরিক, মহাকাশ এবং বাণিজ্যিক ধ্বংস বাজারের জন্য বিভিন্ন ধরণের শক্তিশালী পণ্য এবং বিস্ফোরকগুলোর উন্নয়ন, উৎপাদন, পরিচালনা এবং সংরক্ষণে ব্যবহৃত হয়। এটি ১,৩০০ একর জমির উপর অবস্থিত এবং এতে আটটি বিশেষায়িত উৎপাদন ভবন এবং একটি মানসম্পন্ন ল্যাব রয়েছে।
লবেলভিল এলাকার বাসিন্দারা জানান, বিস্ফোরণের শব্দ এতটাই জোরালো ছিল, তাদের বাড়িঘর কেঁপে ওঠে। কেউ কেউ বাড়ির সিসিটিভি ক্যামেরায় সেই শব্দ রেকর্ডও করেছেন।
স্থানীয় বাসিন্দা জেন্ট্রি স্টোভার বলেন, ‘আমি ঘুম থেকে উঠে ভাবলাম আমার ঘর ভেঙে পড়েছে। কয়েক সেকেন্ড পর বুঝলাম, নিশ্চয়ই শব্দটি অ্যাকিউরেট অ্যানার্জেটিকের দিক থেকেই এসেছে।’
টেনেসির জরুরি ব্যবস্থাপনা এজেন্সি জানান, ঘটনাস্থলে আহতের খবর পাওয়া গেছে। তবে সঠিক সংখ্যা এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি। তদন্ত এবং উদ্ধার অভিযান চলছে।
স্থানীয় টেলিভিশন চ্যানেল ডব্লিউটিভিএফের আকাশ থেকে তোলা ফুটেজে দেখা গেছে, পাহাড়চূড়ায় অবস্থিত কারখানাটির একটি ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। চারপাশে শুধু ছাই হয়ে যাওয়া ধ্বংসাবশেষ ও পোড়া গাড়ির খোলস পড়ে রয়েছে।
হিকম্যান কাউন্টির জরুরি বিভাগের কর্মকর্তারা জানান, অব্যাহত বিস্ফোরণের কারণে উদ্ধারকর্মীরা প্রাথমিকভাবে ভবনের ভেতরে ঢুকতে পারেননি। আহতদের বিষয়ে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।
স্থানীয় শেরিফ ক্রিস ডেভিস এক সংবাদ সম্মেলনে বলেন, আমাদের বেশ কয়েকজন কর্মী এখনো নিখোঁজ। আমরা পরিবারগুলোর প্রতি সহানুভূতিশীল থাকার চেষ্টা করছি। কয়েকজনের মৃত্যু নিশ্চিত হয়েছে। তবে কতজন মারা গেছে, তা তিনি প্রকাশ করেননি। বিস্ফোরণের কারণও এখনো নির্ধারণ করা যায়নি। তদন্তে কয়েক দিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন শেরিফ।
নিকটবর্তী শহর ম্যাকইওয়েনের মেয়র ব্র্যাড র্যাচফোর্ড এক বিবৃতিতে বলেছেন, এটি আমাদের সম্প্রদায়ের জন্য একটি বড় ট্র্যাজেডি।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.