
জাহিদ আবেদীন বাবু, কেশবপুর ( যশোর) থেকে
যশোর -৬ কেশবপুর সংসদীয় আসনের সীমানা অপরিবর্তিত রাখার দাবিতে বিএনপির উদ্যোগে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে অনুষ্ঠিত মিছিলটি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদের নেতৃত্বে বিএনপি কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি প্রভাষক আলাউদ্দিন আলা, যুগ্ম -সম্পাদক আলমগীর সিদ্দিক, পৌর যুবদলের সদস্য সচিব মেহেদী হাসান বিশ্বাস, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামসুল আলম বুলবুল, সদস্য সচিব বাবুল রানা বাবু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন পলাশ, সদস্য সচিব ইকবাল হোসেন, যুবদল নেতা আব্দুল গফুর, যশোর জেলা ছাত্রদলের সহ-সভাপতি মেহেদী হাসান হিমেল, ছাত্রদল নেতা অহিদুর রহমান অন্তু। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আজিজুর রহমান আজিজ, সদস্য সচিব মুস্তাফিজুর রহমান, পৌর ছাত্রদলের আহ্বায়ক খায়রুল ইসলাম, সদস্য সচিব মনিরুল ইসলাম প্রমুখসহ বিএনপির সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী অংশ গ্রহণ করে।