শ্যামল দত্ত চৌগাছা (যশোর)প্রতিনিধি
নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে প্রার্থীতা ফিরে পেয়েছেন যশোর -২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডা. মোসলেহ উদ্দীন ফরিদ।
রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে অডিটোরিয়ামে আপিল শুনানি শেষে ডা. ফরিদের মনোনয়ন বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে শুনানিতে অন্য নির্বাচন কমিশনাররাও অংশ নেন।
এ বিষয়ে জামায়াতের প্রার্থী ডা. মোসলেহ উদ্দীন ফরিদ বলেন, মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেছিলাম। আজ আপিলে মনোনয়নপত্রের বৈধতা ফিরে পেয়েছি। নির্বাচন কমিশনসহ আমার নির্বাচনী এলাকার ভোটারদের প্রতি আমি কৃতজ্ঞ।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2026 অপরাজেয় বাংলা. All rights reserved.