স্বীকৃতি বিশ্বাস, যশোর
যশোর জেলার শার্শা থানার শালতা গ্রামের কাতলা কুড়ো বিল থেকে ৭৮ কেজি গাঁজা জব্দ করেছে শার্শা থানা পুলিশ।
আজ শনিবার (২৯ এপ্রিল) ভোররাতে শার্শা থানার সীমান্তবর্তী আশালতা গ্রামের বিল থেকে পরিত্যক্ত অবস্থায় এ মাদকদ্রব্য উদ্ধার করে স্থানীয় থানা পুলিশ।
শার্শা থানা পুলিশের ইনচার্জ এসএম আকিকুল জানান,
গোপন সংবাদের ভিত্তিতে খবর পান শার্শা থানার শালতা সীমান্ত দিয়ে মাদকের একটি বৃহৎ চালান ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করতে পারে।উল্লেখিত সংবাদের ভিত্তিতে থানা টহল পুলিশের একটি দল সেখানে, অবস্থান নিলে পুলিশের অবস্থান বুঝতে পেরে ৫/৬ জনের একটি মাদকদ্রব্য চালনাকারী গ্রুপ ১০টি বস্তা ফেলে পালিয়ে যায়। বস্তাগুলো তল্লাশি করলে বস্তার ভিতর ৭৮ কেজি গাঁজা পাওয়া যায় যার বাজারমূল্য আনুমানিক ৪৬ লক্ষ ৮০ হাজার টাকা।
পালিয়ে যাওয়া মাদক ব্যবসায়ীদের মধ্যে চৌগাছা থানার ফুলসরা গ্রামের আব্দুর রহমানকে(৩৩)কে চিনতে পারায় তাকে আসামি করে মাদকদ্রব্য চোরাচালান ও নিয়ন্ত্রণ আইনের আওতায় শার্শা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.