যশোর সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি সাংবাদিক নেতা মহিদুল ইসলাম মন্টুর ইন্তেকাল

শ্যামল দত্ত চৌগাছা( যশোর) চৌগাছা প্রতিনিধি ঃ
বাংলাদেশ সাংবাদিক ফেডারেশনের সাবেক মহা সচিব ,, যশোর সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি , বিটিভির সাবেক জেলা প্রতিনিধি সাংবাদিক মহিদুল ইসলাম মন্টু ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৮ টায় চৌগাছা উপজেলার হোগল ডাঙ্গা গ্রামের নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন।
জানা গেছে, সাংবাদিক মন্টু অবিভক্ত যশোর সাংবাদিক ইউনিয়ন, সাংবাদিক ইউনিয়ন যশোর ও যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের অন্যতম প্রতিষ্ঠাতা। দুটি সংগঠনের কয়েকদফা নির্বাচিত সাধারণ সম্পাদক ও সভাপতি ছিলেন। যশোর প্রেস ক্লাবের স্থায়ী সদস্য ছিলেন। বাংলাদেশ টেলিভিশনের সাবেক যশোর জেলা প্রতিনিধি হিসেবে কাজ করেছেন দীর্ঘদিন।
এর পর থেকেই তিনি বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হন। দীর্ঘদিন শারীরিক অসুস্থতার কারনে তিনি মানষিক ভারসাম্যহীন হয়ে পড়েন। এর পরে তিনি বাংলাদেশ ও ভারতে চিকিৎসা করান। সম্প্রতি ঢাকায় চিকিৎসা নিয়ে গ্রামের বাড়িতে অবস্থান করছিলেন। এ অবস্থায় গ্রামের বাড়িতে তিনি মারায়ান।
এদিন বিকেলে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
নামাজে জানাজায় উপস্থত ছিলেন চৌগাছা প্রেসক্লাবে সভাপতি অধ্যক্ষ আবুজাফর, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রিন্টু, সাবেক সভাপতি অধ্যাপ আবুল কাশেম, সহ সভাপতি রহিদুল ইসলাম খান, যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল আক্তার, সাংগঠনিক সম্পাদক শ্যামল দত্ত , সাংবাদিক আসাদুজ্জামান মুক্ত, আরোব আলী, কালিমুল্লাহ সিদ্দিক, রায়হান হোসেন, মারুব হাসান,লাভলুর রহমান, নারায়ণপুর ইউনিয়ন স্বেচছাসেবক লীগের সহ-সভাপতি আতিয়ার রহমান এলাকার সর্বস্তরের মানুষ।
মৃত্যুকালে তিনি স্ত্রী, পুত্রসহ অসংখ্য গ্রাহী রেখে গেছেন।
যশোরনজেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহাম্মেদ ও সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম এক বিবৃতিতে সাংবাদিক নেতা মহিদুল ইসলাম মন্টুর ইন্তেকালে গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছন।