স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ
সাংবাদিক ইউনিয়ন যশোর দ্বি-বার্ষিক নির্বাচনে আকরামুজ্জামান সভাপতি ও এসএম ফরহাদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
আজ শনিবার (১৭ জুন) সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত যশোর প্রেসক্লাবের কনফারেন্স রুমে ভোট অনুষ্ঠিত হয়।
সভাপতি পদে আকরামুজ্জামান ৩৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং একমাত্র প্রতিদ্বন্দ্বী এম আইয়ুব ২০ ভোট পেয়েছেন । সাধারণ সম্পাদক পদে এসএম ফরহাদ ৩১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং প্রতিদ্বন্দ্বী গোলাম মোস্ত্যফা মুন্না পেয়েছেন ২৭ ভোট। এছাড়া সহ সভাপতি পদে বিএম আসাদ ৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী রকিবুল ইসলাম পেয়েছেন ১৭ ভোট। নির্বাহী সদস্য পদে মোস্তফা রুহুল কুদ্দুস ৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী হানিফ ডাকুয়া পেয়েছেন ২৬ ভোট।
উল্লেখ্য ইতিপূর্বে চারটি পদে বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন চারজন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে গালিব হাসান পিল্টু, কোষাধাক্ষ্য পদে এমএআর মশিয়ার ও দপ্তর সম্পাদক পদে জুবায়ের আহমেদ, ক্রীড়া ও সাংস্কৃতিক পদে কাজী রফিকুল নির্বাচিত হয়েছেন।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.