Type to search

যশোর সদর হাসপাতালে পূর্ণাঙ্গ আইসিইউ চালু, দরিদ্র মানুষের খাদ্য নিরাপত্তার দাবিতে ২৯ এপ্রিল বিক্ষোভ মানব বন্ধন

যশোর

যশোর সদর হাসপাতালে পূর্ণাঙ্গ আইসিইউ চালু, দরিদ্র মানুষের খাদ্য নিরাপত্তার দাবিতে ২৯ এপ্রিল বিক্ষোভ মানব বন্ধন

প্রিয়ব্রত ধর,ভ্রাম্যমান প্রতিনিধি:  যশোরে বাম গণতান্ত্রিক জোট  শাখার নীল রতন ধর রোডে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) জেলা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মিলিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাম গণতান্ত্রিক জোট
যশোরের সমন্বয়ক সিপিবির জেলা সভাপতি কমরেড আবুল
হোসেন। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন জোট নেতা ওয়ার্কার্স পার্টি ( মার্কসবাদী) র জেলা সভাপতি
কমরেড নাজিমউদ্দিন, জেলা সাধারণ সম্পাদক কমরেড জিল্লুর
রহমান ভিটু, বাসদ মার্কসবাদীর জেলা সমন্বয়ক কমরেড হাচিনুর
রহমান, ইউনাইটেড কমিউনিস্ট লীগ জেলা নেতা কমরেড কামাল
হাসান পলাশ, কমরেড পলাশ বিশ্বাস, সিপিবির জেলা নেতা
কমরেড আমিনুর রহমান হিরু প্রমুখ।
যশোরে আইসিইউ নিয়ে টাল বাহানা সরকারের সমালোচনা করে ৩ জন ব্যাক্তির আর্থিক সহায়তায় ৩ টি আইসিইউ বেড চালু করায় উক্ত ব্যাক্তিদের ধন্যবাদ জানায়। বাম জোট আরো বলে
করোনার শুরুতেই আমরা যখন আইসিইউ এর দাবি করেছিলাম, তখন
থেকে ব্যাক্তি সহায়তা নিলে জেলার প্রত্যেক উপজেলা হাসপাতালে আইসিইউ চালু হয়ে যেত। করোনা সহ অন্যান্য
দূরাগ্যো রোগের চিকিৎসার্থে পুর্ণঙ্গ আইসিইউ এখনি চালুর
দাবি করে।
বক্তব্যে জোট নেতৃবৃন্দ কঠোর লক ডাউনের ঘোষনাকে স্বাগত
জানিয়ে প্রয়োগ পদ্ধতির তীব্র সমালোচনা করেন। নেতৃবৃন্দ বলেন, আমরা গরিব মারার লক ডাউন দেখছি। গরিব মানুষের
কাজ বন্ধ, রিক্সা ঠেলা বন্ধ, চুলা বন্ধ। রাস্তায় বের হলেই পুলিশের লাঞ্চনা, গজ্ঞনা। কোন ত্রাণ নাই। আন্যদিকে ধনির
গাড়ি, হাড়ি, বিমান, কারখানা সবই চলছে। তাদের জন্য বহুবিধি
সুযোগ আছে। এক এস আলম গ্রুপকে হাজার হাজার কোটি টাকার
সুদ মোওকুফ করা হয়েছে। আর কোটি কোটি দরিদ্র মানুষের জন্য
মাত্র ১০ কোটি টাকার অনুদান বরাদ্দ দিয়েছে। করোনার ২য় ঢেউ এর হাত থেকে বাঁচতে সংক্রমনের হার কমাতে
হবে। মানুষকে সে কারনে ঘরেও আবদ্ধ থাকতে হবে। কিন্তু ঘরে
খাদ্য না থাকলে মানুষকে ঘরেও আটকে রাখা যাবে না। তাই এই
মুহুর্তে খাদ্য নিরাপত্তার দায়িত্ব সরকারকে নিতে হবে। বক্তব্যে নেতৃবৃন্দ আরো বলেন আমরা দুঃখের সাথে লক্ষ করলাম
শ্রমিকের বকেয়া বেতন / মজুরি না দিয়ে গুলি করে ৭ জন
শ্রমিককে হত্যা করে শত শত শ্রমিকের নামে মিথ্যা ও হয়রানি
মুলক মামলা দায়ের করা হচ্ছে। এবং শ্রমিক হত্যার দায়
শ্রমিকদের কাধে দেওয়ার চক্রান্ত চলছে। আমরা এই ঘটনার
তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে নিহত, আহতদের
ক্ষতিপূরন ও দোষিদের শাস্তির দাবি করছি।
এইরূপ পরিস্থিতিতে আমরা বাম গণতান্তিক জোট যশোর
উপরোক্ত দাবি সহ ৬ দফা দাবিতে ২৯ এপ্রিল ২০২১ যশোর প্রেসক্লাবের সামনে সকাল ১১ টায় বিক্ষোভ মানব বন্ধন
কর্মসূচী ঘোষনা করছি।