নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টের যশোর সদর উপজেলা শিরোপা জিতেছে ফতেপুর ইউনিয়ন। সোমবার যশোর পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে শিরোপা নির্ধারণী ফাইনালে তারা ৭-০ গোলের হৈবতপুর ইউনিয়নকে পরাজিত করেছে।
ম্যাচের শুরু থেকে একক আধিপত্য বিস্তার করে খেলে ফতেপুর ইউনিয়ন। ফলে নির্ধারিত ৭০ মিনিটে হৈবতপুর ইউনিয়নের বিরুদ্ধে একের পর এক গোল করে ফতেপুর ইউনিয়নের ফুটবলাররা। খেলায় হ্যাট্রিক গোল করেছেন ফতেপুর ইউনিয়নের নাফিজ হোসেন সিয়াম। সিয়াম গোল করেন ১৭, ৬১ ও ৬৩ মিনিটে। অন্যদিকে সজিব হোসেন ৩ ও ৩৯ মিনিটে গোল করেন। এছাড়া আসিফ হোসেন ২৬ ও আশরাফুল ইসলাম ৪৮ মিনিটে গোল করেন। ম্যাচে সেরা খেলোয়াড় পুরস্কার পেয়েছেন চ্যাম্পিয়ন দলের নাফিজ হোসেন সিয়াম।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ দাশের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী জিএম আজিজুর রহমান ও যশোর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়াকুব কবির। উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, যশোর জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক এবিএম আখতারুজ্জামান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব শফিকুল আলম পারভেজ।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.