অপরাজেয় বাংলা ডেক্স
বসতঘরের দেয়াল চাপা পড়ে মশিউর রহমান (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার বিকেল চারটার দিকে শহরের যশোর শহরের নীলগঞ্জ তাঁতিপাড়ায় দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশুর মরদেহ যশোর জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে। তার বাবার নাম মোহাম্মদ হানিফ।
নিহতের চাচি রাজিয়া সুলতানা জানান, বিকেলে মশিউর বাড়ির ভেতর কয়েক শিশুর সাথে খেলা করছিল। শিশুদের দৌড়াদৌড়িতে হঠাৎ দেয়াল পড়ে যায়। পড়ে যাওয়া দেয়ালের নিচে চাপা পড়ে শিশুটি। এরপর তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার আহমেদ তারেক শামস একই বিভাগের ডাক্তার অমিয় দাশের উদ্ধৃতি দিয়ে বলেন, শিশুটির মাথায় ইন্টারনাল ব্লিডিং হচ্ছিল। রক্ত বন্ধ না হওয়ায় তার মৃত্যু হয়েছে। সূত্র, সুবর্ণভূমি
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.