যশোর শহরে তিন যুবক ছুরিকাহ
স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ
যশোর শহরের গাড়িখানা রোডের পেট্রোল পাম্পে সামনে একসাথে তিনজনকে ছুরিকাঘাত করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) রাত আনুমানিক সাড়ে আটটায় গাড়িখানা রোডের পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটে।
ছুরিকাহত ব্যক্তিরা হলেন- শহর ঘোপ সেন্ট্রাল রোড এলাকার কামরুজ্জামানের ছেলে সেতু (২০), ষষ্ঠীতলার ফরিদ হোসেনের ছেলে সজীব (২০) ও ঘোপ সেন্ট্রাল রোডের ভাড়াটে আক্তারের ছেলে অনু (২০)।
আহতরা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে গাড়িখানা রোডের পেট্রোল পাম্পের সামনে বসেছিলাম। হঠাৎ অজ্ঞাতনামা ৫-৬ জন মোটর সাইকেল যোগে এসে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।চিকিৎসকরা জানিয়েছেন-আহত তিনজনই আশঙ্কামুক্ত।
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম বলেন, ছুরিকাঘাতের ঘটনা শুনেছি। আহতরা হাসপাতালে আছে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.