
বিশেষ প্রতিনিধি
যশোর শহরের শংকরপুর এলাকায় অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীদের গুলিতে বিএনপির এক নেতা নিহত হয়েছেন। নিহত বিএনপি নেতা আলমগীর হোসেন (৫৫) যশোর শহরের শংকরপুর ৭ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক।
শনিবার (৩ জানুয়ারি) শনিবার রাত সাতটার দিকে শংকরপুর এলাকায় নয়ন কাউন্সিলরের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান,হঠাৎ করে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা আলমগীর হোসেনকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলি তার মাথার বাম পাশে লাগে। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আলমগীর হোসেন মৃত ইন্তাজ চৌধুরীর ছেলে। তার বাড়ি শংকরপুর ইসাহাক সড়ক এলাকায়।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে বলে জানিয়েছে কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর তদন্ত কাজী বাবু।

