উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার নিয়মিত টহলের অংশ হিসেবে র্যাব-৬, সিপিসি- ৩, যশোর ক্যাম্পের এর একটি আভিযানিক দল ২৭ সেপ্টেম্বর রাত ১০ টা.৪৫ মিনিটের সময় গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, মাদক ব্যবসায়ীরা বিশেষ কৌশলে ০১ টি প্রাইভেট কার যোগে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিয়ে নড়াইল হইতে যশোর আসছে। এমন প্রাপ্ত গোপন তথ্যের ভিত্তিতে আভিযানিক দলটি তাৎক্ষণিক ২৭ সেপ্টেম্বর ২৪ ইং ১০ টা ৫৫ মিনিটের সময় যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন ১২ নং ফতেপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গা নীলগঞ্জ ব্রীজের পূর্ব পার্শ্বে মোঃ সবুজ সিকদার এর চা দোকানের সামনে নড়াইল হতে যশোর গামী মহাসড়কের উপর চেকপোষ্ট স্থাপন করে সন্দেহভাজন বিভিন্ন গাড়ী চেক করে। এসময় ০১ টি সিলভার রংয়ের প্রাইভেট কার যার রেজি নং- ঢাকা মেট্রো ক-১৪-০৫৪৫, প্রাইভেট কারটিকে সিগন্যাল দেওয়া মাত্রই ঘটনাস্থলে মাইক্রোটি বন্ধ করে কৌশলে ০২ জন ব্যক্তি পালানোর চেষ্টা করে। এ সময় র্যাব সদস্যরা ঘেরাও পূর্বক মোঃ সুজন ইসলাম ভুঁইয়া(২৭), পিতা- মোঃ সিরাজুল ইসলাম ভুঁইয়া চাচড়া(ডাল মিল), অপর ব্যক্তি মোঃ সুজন মোল্যা(৪০), পিতা- মোঃ সওয়াব মোল্যা ষষ্ঠীতলা এলাকা থেকে গ্রেফতার করে। এ সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে রাত ১১ টা ৫৫ মিনিটের সময় আসামীদের দেহ ও আটককৃত প্রাইভেট কার তল্লাশীকালে আটককৃত ১নং আসামী মোঃ সুজন ইসলাম ভূইয়া(২৭) এর দেখানো সনাক্ত ও নিজ হাতে বাহির করে দেওয়া মতে প্রাইভেট কারের সামনের ড্যাশবোর্ডের ভেতর হতে বিশেষ ভাবে রক্ষিত সাত হাজার আটশত পিচ নেশা জাতীয় হালকা কমলা রংয়ের অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট, ০১ টি প্রাইভেট কার ও ০৩ টি মোবাইল ফোন উদ্ধার পূর্বক জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, তারা বিভিন্ন অবৈধ পন্থায় সল্প মূল্যে সিলেটের জফলং হতে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট স্বল্প মূল্যে ক্রয় করে যশোর জেলা সহ দেশের বিভিন্ন জেলায় অধিক দামে সরবরাহ/বিক্রয় করে থাকে। গ্রেফতারকৃত আসামীদ্বয় দীর্ঘ দিন যাবৎ পরস্পরের সহযোগীতায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলো বলেও তারা স্বীকার করে। জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদ্বয়কে যশোর জেলার কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.