Type to search

যশোর মেডিকেল কলেজ হাসপাতাল বাস্তবায়ন সংগ্রাম কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত

জেলার সংবাদ

যশোর মেডিকেল কলেজ হাসপাতাল বাস্তবায়ন সংগ্রাম কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত

যশোর মেডিকেল কলেজ হাসপাতাল বাস্তবায়ন সংগ্রাম কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে প্রেসক্লাব যশোরের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভা থেকে‘অবিলম্বে যশোর মেডিকেল কলেজের ৫০০শয্যা হাসপাতাল বাস্তবায়ন চাই’ শ্লোগানকে সামনে রেখে ১৩ নভেম্বর ২০২২ দুপুর ১২টায় মাননীয় প্রধান মন্ত্রীর নিকট জেলা প্রশাসনের মাধ্যমে স্মারক লিপি প্রদান এবং একই সাথে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। যশোর মেডিকেল কলেজ হাসপাতাল বাস্তবায়ন সংগ্রাম কমিটি’র ব্যানারে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
এতে সভাপতিত্ব করেন যশোর মেডিকেল কলেজ হাসপাতাল বাস্তবায়ন সংগ্রাম কমিটির যুগ্ম আহ্বায়ক ফারাজি আহমেদ সাঈদ বুলবুল। সার্বিক বিষয় উপস্থাপন করেন কমিটর সদস্য সচিব জিল্লুর রহমান ভিটু। সমাপনী বক্তব্য কমিটির আহ্বায়ক অ্যাড. আবুল হোসেন।
মতামত ব্যাক্ত করেন ও উপস্থিত ছিলেন সর্ব জনাব ইকবাল কবির জাহিদ, হাচিনুর রহমান, শেখ মো. হাফিজুর রহমান, অ্যাড. আমিনুর রহমান হীরু, মফিজুর রহমান হিমু, নজরুল ইসলাম বুলবুল, সাজেদ রহমান বকুল, প্রণব দাস, সাঈদ আহমেদ নাসির শেফার্ড, মো. নজরুল ইসলাম, মাসুদ পারভেজ, পলাশ বিশ্বাস, শরাফত হোসেন, আবুল হাসান, হাসান হাফিজুর রহমান, মঞ্জুরুল আলম, রিয়াদুর রহমান কামরুল হাসান রিপন, সওগাত কামাল প্রমুখ।
যশোর মেডিকেল কলেজ হাসপাতাল বাস্তবায়ন সংগ্রাম কমিটির আহ্বান
১৩ নভেম্বরের কর্মসূচিতে দলে দলে যোগ দিন
যশোর মেডিকেল কলেজ হাসপাতাল বাস্তবায়ন সংগ্রাম কমিটির আহ্বান
 যশোরের পরে স্থাপিত হয়েও সাতক্ষীরা-কুষ্টিয়ায় চালু হয়েছে ৫০০ শয্যার হাসপাতাল
 শিক্ষক-শিক্ষার্থীদের ভোগান্তির শেষ নেই
 উন্নত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত বৃহত্তর যশোর জেলার মানুষ
তাই অবিলম্বে যশোর মেডিকেল কলেজ হাসপাতাল বাস্তবায়ন চাই।
-সংবাদ বিজ্ঞপ্তি
বার্তা প্রেরক
যশোর মেডিকেল কলেজ হাসপাতাল বাস্তবায়ন সংগ্রাম কমিটির সদস্য সচিব জিল্লুর রহমান ভিটু।