প্রিয়ব্রত ধর,ভ্রাম্যমার প্রতিনিধি:
আজ ৫ মার্চ ‘২২ যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যা হাসপাতালের দাবিতে আজ সকাল ১০টায় মেডিকেল কলেজ মোড়ে খুলনা -ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করা হয়।
৫০০ সয্যা হাসপাতাল বাস্তবায়ন আন্দোলন কমিটি আয়োজিত এ কর্মসূচীতে আহবায়ক এডঃ আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা পর্বে বক্তব্য রাখেন যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর আইনজীবি সমিতির সভাপতি শরীফ নূর মোহাম্মদ রেজা, যশোর ২৫০ শয্যা হাসপাতালের সাবেক তত্বাবধায়ক ডাঃ আবুল কালাম আজাদ লিটু, ওয়ার্কার্স পার্টি(মার্কসবাদী)র সাধারন সম্পাদক ইকবাল করির জাহিদ, বাসদ নেতা হাসিনুর রহমান, যশোর কলেজের অধ্যক্ষ্য মুস্তাক হোসেন শিম্বা, মেডিকেল কলেজ স্থাপনের আন্দোলনের সাবেক নেতা মাস্টার হাফিজুর রহমান, সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারাজী আহম্মদ সাঈদ বুলবুল, চাঁচড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ফুল, জাসদের জেলা সাঃসম্পাদক বীর মুক্তিযোদ্ধা অশোক রায়, মেডিকেল কলেজের জমি দানকারী শরাফত আলী, চাঁচড়ার নেতা আহসান উল্লাহ ময়না, আইনজীবি সমিতির সহ সভাপতি এডঃ আব্দুল লতিফ, সুজন দত্ত লালটু, নওরোজ আলম খান চপল, সমগ্র অনুষ্ঠান পরাচালনা করেন আন্দোলন কমিটির সদস্য সচিব জিল্লুর রহমান ভিটু। এবং গণ সংগীত পরিবেশন করে উদীচীর শিল্পীরা ও বাউর সংগীত পরিবেশন করেন মজিদ বাউল ও পরিতোষ বাউল।
শ্লোগানে শ্লোগানে মুখর করে তোলেন অবস্থান কর্মসূচীতে যোগ দেয়া হাজার হাজার নারী পুরুষ।
বক্তারা দাবী করেন ৫০০শয্যা হাসপাতাল অবিলম্বে স্থাপনের উদ্যোগ নিতে হবে, যদি এ দাবীকে অবহেলা করা হয় তাহলে যশোর অচল করে দেয়া হবে। যশোরের ৬জন জাতীয় সংসদ সদস্যের প্রতি দাবি জানানো হয় তারা যেন কাল বিলম্ব না করে এ দাবি বাস্তবায়ে ভূমিকা রাখেন।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.