যশোরের মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন মোস্তাকিন হৃত্তিক (২২) নামে এক জনের মৃত্যু হয়েছে। এছাড়াও সাথে থাকা ফুপাতো বোন বন্যা খাতুন (২০) গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে নওয়াপাড়া-মনিরামপুর সড়কের ওবদা গেটের এর সামনে। তারা খুলনা ফুলতলার দামদর গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষ্যদর্শী রিয়াজ হোসেন জানান, হৃত্তিক দুপুরে নওয়াপাড়া-মনিরামপুর সড়কের দিগঙ্গা কুচলিয়া হরিদাসকাঠি বহুমুখি উচ্চ বিদ্যালয়ের পাশে ওবদা গেটের এর সামনে মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে পাশে গাছের সাথে ধাক্কা লাগলে গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই তিনি মৃত্যু বরণ করেন।
এছাড়া সাথে থাকা তার ফুপাতো বোন বন্যা খাতুন (২০) আহত গুরুতর আহত হয়। এসময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মনিরামপুর স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হৃত্তিকের মৃত্য নিশ্চিত করেন ও আহত বন্যাকে প্রাথমীক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার করেন।
এ বিষয়ে মনিরামপুর থানার ওসি আশেক সুজা মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এ বিষয়ে থানায় একটি অপমৃত্য মামলা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2026 অপরাজেয় বাংলা. All rights reserved.