মণিরামপুর উপজেলা প্রতিনিধি:
যশোর মণিরামপুর উপজেলার পৌর শহরের পশু হসপিটাল সংলগ্ন চায়ের দোকানদারের এলোপাতাড়ি মারপিটে রকি(১৫)নামে এক যুবক আহত।স্হানীয় সুত্রে যানা যাই রকি পরিবারের অভাব অনাটনের পরিবারের সন্তান । সংসারের ঘানি টানতে নির্মাণ শ্রমিকের কাজ করে ১৫০ টাকা হাজি রায়।কাজ শেষে নিজ গ্রামের মোড় সংলগ্ন পশু হসপিটাল মোড়ে ইয়াসিনের দোকানে চা খাই,নগতে ও বাঁকিতে।এভাবে ধিরে ধিরে রকির নিকট চায়ের দোকানদার ইয়াসিন আনুমানিক ১৮ শত টাকা বাঁকি পড়ে।সেই সুবাদে ইয়াসিন গত১৯শে জুন রকির কাছে পাওনা টাকার তাগেদা দেই।রকি কিছু দিন সময় চাইলেও তাকে সময় না দিয়ে খারাপ ভাষায় গালি গালাজ করে ইয়াসিন।এক পর্যায়ে রকির চোক্ষে আঘাত করলে রকি মাটিতে পড়ে যাই।পড়ে যাওয়ার পরে রকিকে এলোপাতাড়ি কিল ঘুষি লাথি মারতে থাকে।এবং মেরে ফেলবে বলে গালিগালাজ করেন। চোক্ষে আঘাত লাগায় রকির চোক্ষে রক্তক্ষরণ হয়। দুই দিন পার হলে রকির চোক্ষের কোনো পরিবর্তন না হলে, ২১শে জুন মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়।চিকিৎসক সাময়িক চিকিৎসা প্রদান করে চোখের ডাক্তার দেখাতে পরামর্শ দেন। রকি গরিব মানুষ হওয়াই তার চিকিৎসা করতে প্রায় ৫ হাজার টাকা খরচ হয়ে গেছে। এই বিষায়ে শিশু নির্যাতন আইনে, মোঃ ইয়াসিন, পিতা ইকবল হোসেন সাং দুর্গা পুর নামে মণিরামপুর থানায় হাজির হোইয়া একটি মামলা করেন। রকি সহ তার পরিবারের দাবি বিষায়টা আমলে নিয়ে সুস্থ তদন্ত করে আইনের আওতায় আনতে অনুরোধ জানিয়েছেন রকির পরিবার।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.