র্যাব-৬, যশোর এর অভিযানে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলার এজাহারনামীয় প্রধান আসামী গ্রেফতার।
প্রেস বিজ্ঞপ্তি
র্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে তরান্বিত করতে এবং সন্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এছাড়াও সমাজে মাদকের ভয়াল থাবার বিড়ম্বনার রোধকল্পে মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ মাদকের বিরদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দৃষ্টান্ত স্থাপন করে জনগনের বিশ্বাস ও আস্থা অর্জন করে আসছে। যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন চাউলিয়া এলাকার মোঃ শরিফুল ইসলাম(২২) নামক এক যুবক একই এলাকায় পাশের বাড়ীর যশোর সিটি কলেজের ছাত্রীর গোপনে মোবাইলে গোসলখানায় গোসলরত অবস্থায় আপত্তিকর ভিডিও ধারন করে। পরবর্তীতে মোঃ শরিফুল ইসলাম(২২) সেই আপত্তিকর ভিডিও সামাজিক গন মাধ্যমে প্রকাশ করে ছাত্রীর পরিবারকে বিভিন্ন প্রকার ভয়ভীতির হুমকি দেয় এবং পারিবারিক ও সামাজিক ভাবে মর্যাদাহানী করে। এব্যাপারে ছাত্রীর বাবা বিষয়টি জানতে পেরে যশোর জেলার কোতয়ালী মডেল থানায় পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে। এরই ধারাবাহিকতায় ইং ১৬/০৭/২০২২ তারিখ সময় ১৩.৫০ ঘটিকায় র্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন চাউলিয়া এলাকায় কোতয়ালী মডেল থানার মামলা নং- ৬০/৭৪৬ তাং-১৬/০৭/২০২২ খ্রিঃ, ধারা- পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইন-২০১২ এর ৮(১)/৮(২)/৮(৩)/৮(৭) এর এজাহারনামীয় প্রধান আসামী অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে উল্লেখিত স্থানে একই তারিখ সময় ১৪.২০ ঘটিকায় অভিযান পরিচালনা করে এজাহারনামীয় আসামী ১। মোঃ শরিফুল ইসলাম(২২), পিতা- মোঃ রাজ্জাক দফাদার, সাং- চাউলিয়া, থানা- কোতয়ালী মডেল, জেলা- যশোর’কে তার মোবাইলে পর্নোগ্রাফি ভিডিও সহ হাতেনাতে গ্রেফতার করে মোবাইলে ধারনকৃত ভিডিও আলামত সহ আসামীকে যশোর জেলার কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.