বিশেষ প্রতিনিধি
যশোর শহরের মাইকপট্টি এলাকা থেকে চুরি হওয়া একটি ইজিবাইক নড়াইল থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।
আটকরা হলো মাগুরার সৌরভ হোসেন (২৪), নড়াইলের শাহিন মোল্লা (২৫) ও কক্সবাজারের মারুফ হোসেন (২১)।
পুলিশ জানায়, নড়াইলের শফিকুল শেখ শনিবার দুপুরে রোগীসহ যশোরে এসে ক্লিনিকের সামনে ইজিবাইকটি রেখে ভেতরে যান। কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন বাইকটি নেই। অভিযোগের পর তার ছেলে জাহিদ সন্ধ্যায় নড়াইল বাসস্ট্যান্ডে ইজিবাইকটি দেখতে পেয়ে স্থানীয়দের সহায়তায় তিনজনকে ধরে পুলিশে দেয়।
নড়াইল থানা পুলিশ ইজিবাইক উদ্ধার ও আসামিদের আটক করে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করে। এসআই আশরাফুল আলম জানান, আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির কথা স্বীকার করেছে। রোববার তাদের আদালতে পাঠানো হয়েছ।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.