
- অভয়নগর প্রতিনিধি
দৈনিক প্রভাতফেরি পত্রিকার নির্বাহী সম্পাদক হারুন অর রশিদ কে ইউনিট প্রধান ও দৈনিক জনতা দৈনিক কল্যাণ'র উপজেলা প্রতিনিধি ও অপরাজেয় বাংলা নিউজ পোর্টাল 'র প্রকাশক সম্পাদক কামরুল ইসলামকে ডেপুটি ইউনিট প্রধান করে নয় সদস্য বিশিষ্ট যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন এর দুই বছর মেয়াদী অভয়নগর ইউনিট অনুমোদন দেয়া হয়েছে।
কমিটির উপদেষ্টা করা হয়েছে প্রবীণ সাংবাদিক সুনীল কুমার দাস, নজরুল ইসলাম মল্লিক নোয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি এস, এম মজিবর রহমান কে।সোমবার (১২-০১-২৬) দুপুরে প্রেসক্লাব যশোরে ইউনিয়নের নিজস্ব কাউন্টারে বসে কেন্দ্রীয় কমিটির সভাপতি শেখ মো দিনু আহমেদ ও সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম যৌথ স্বাক্ষর করে এ কমিটির অনুমোদন করেন। এর আগে ইউনিয়নের নোয়াপাড়া ইউনিট শাখায় এক সাধারন সভার মাধ্যমে নয় সদস্য বিশিষ্ট কমিটি নির্বাচিত হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন শেখ আসাদুল্লাহ (দৈনিক দিনকাল) নির্বাহী সদস্য, এছাড়া অন্যান্য নির্বাহী সদস্যরা হলেন মো.আমিরুল ইসলাম (আইপি টিভি এবি ৭১), মো. শামসুজ্জামান মন্টু (দৈনিক গ্রামের কাগজ), মো.মিজানুর রহমান (দৈনিক সত্যপাঠ),আলী আকবর সম্রাট (আইপিটিভি গাংচিল) ও ক্যামেরা পার্সোন এটিএন নিউজ, মো. নাসিরুজ্জামান হৃদয় (দৈনিক রানার) ও তাওহীদ হাসান ওসামা ( ntv) ।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2026 অপরাজেয় বাংলা. All rights reserved.