যশোর জেলা শিল্পকলা একাডেমীর নির্বাচনে মনোনয়ন পত্র জমা দিলেন বুলবুল-বুলু পরিষদের সদস্যরা

ভ্রাম্যমান প্রতিনিধি:
যশোর জেলা শিল্পকলা একাডেমীর নির্বাচনে আজ মনোনয়ন পত্র জমা দিলেন বুলবুল-বুলু পরিষদের সদস্যরা। রিটার্নিং অফিসার উপজেলা শিক্ষা অফিসারের দপ্তরে সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেত্রীবৃন্দের সাথে প্রার্থিরা মনোনয়ন পত্র জমা দেন।
ফারাজী আহম্মদ সাঈদ বুলবুল ও সাজ্জাদুর রহমান বিপ্লব সহ সভাপতি, এ্যাডঃ মাহমুদ হাসান বুলু সাধারন সম্পাদক, যুগ্ম সম্পাদক অনুপম দাস ও চঞ্চল সরকার, সদস্য পদে এডঃ বাসুদেব বিশ্বাস, শহীদুল হক বাদল ও আতিকুজ্জামান রণী, মনোনয়ন পত্র জমা দেন। এসময় উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা সভাপতি সুকুমার দাস, সাধারন সম্পাদক সানোয়ার আলম খান দুলু, সাবেক সভাপতি হারুন অর রশীদ, তরিকুল ইসলাম তারু, প্রচার সম্পাদক শরিফুল ইসলাম, সাংগঠিক সম্পাদক রফিকুল ইসলাম, উদীচীর, আব্দুল আফ্ফান ভিক্টর, কাজী শাহেদ নওয়াজ,টিলন, চন্দন,অপু, বিবর্তনের নওরোজ আলম চপল, দিপংকর,মানষ সহ কর্মিরা।দুপুর একটায় উপজেলা চত্তর মুখর হয়ে ওঠে।