প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১, ২০২৬, ১:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৮, ২০২২, ১০:৪৯ পি.এম
যশোর জেলা পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষক ড. মো. আমিনুল ইসলামকে সংবর্ধণা

বিলাল মাহিনী, যশোর :
জাতীয় শিক্ষা সপ্তাহ’২০২২-এ স্কুল পর্যায়ে যশোর জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত ড. মু. আমিনুল ইসলামকে যশোর জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের পক্ষ থেকে সংবর্ধণা দেয়া হয়েছে। নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষক এসএম ফারুক আহমেদের হাতে ক্রেস্ট ও কৃতিত্বের সনদ তুলে দেয়া হয়।
২৭ জুলাই বুধবার সকালে যশোর জিলা স্কুল অডিটোরিয়ামে এই ক্রেস্ট ও কৃতিত্বের সনদ তুলে দেন, যশোর জেলা শিক্ষা অফিসার একেএম গোলাম আযম। জাতীয় শিক্ষা সপ্তাহ’২০২২-এ নির্বাচিতদের সংবর্ধিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোরের জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান।
উল্লেখ্য, ড. আমিন অভয়নগর উপজেলার ঐতহ্যবাহী গাজীপুর রউফিয়া কামিল মাদরাসার প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ইতোপূর্বেও জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2026 অপরাজেয় বাংলা. All rights reserved.