মনিরামপুর মণিরামপুরে বিজয়ের মুকুট পরলেন গৌতম চক্রবর্তী ও শোভা Admin October 17, 2022 ৭ নং মণিরামপুরে গৌতম চক্রবর্তী (ঘোড়া) প্রতীকে ১৫৮ ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচন হয়েছেন। মহিলা সংরক্ষিত আসনে তাসরিন সুলতানা শোভা ( ফুটবল) প্রতীকে ১৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।